উপদেষ্টাদের সমর্থনেই ৩২ নম্বরে হামলা-ভাঙচুর: নূর
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০২-২০২৫ ০৫:২৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০২-২০২৫ ০৫:৫৯:১২ অপরাহ্ন
ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমর্থনেই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা তো দেখি নাই সরকারের ভেতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে। বরং সরকারের উপদেষ্টাদের কারও কারও ফেসবুকে লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। এখানে মনে হয় সরকারের ভেতর থেকে সমর্থন রয়েছে। না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা – এটা তো সরকারের ভেতরের সমর্থন ছাড়া হওয়ার কথা না।
তিনি আরও বলেন, সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডে সমর্থন দেয় তাহলে দেশে তো নৈরাজ্য তৈরি হবেই।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স