ছোট থেকেই সরিষার তেল মাখি : অমিতাভ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০২-২০২৫ ০৪:৪৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০২-২০২৫ ০৪:৪৯:০৫ অপরাহ্ন
ফাইল ছবি
বুডঢা হোগা তেরা বাপ! হ্যাঁ, অমিতাভ বচ্চনের এই ছবি বক্স অফিসে ফ্লপ হলেও, ছবির নাম যে বলিউডের শাহেনশাহর সঙ্গে সমর্থক, তা যত দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে।
অমিতাভের বয়স এখন ৮২। তবে তার স্টাইল ও ফুরফুরে মেজাজ চমকে দিতে পারে নতুন প্রজন্মের নায়কদের। অভিনেতার নারী ফ্যানের সংখ্যাও হিংসা করার মতো। আর তার প্রমাণ পাওয়া যায় কৌন বনেগা ক্রোড়পতির ফ্লোরে। ঠিক যেমন ঘটল সম্প্রতি।
সোশ্যাল মিডিয়ায় কৌন বনেগা ক্রোড়পতির একটি ঝলক শেয়ার হয়েছে। যেখানে দেখা গেছে, এক তরুণী প্রতিযোগী বিগ বির ঝকঝকে ত্বকের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তের মুখে প্রশংসা শুনে তো লজ্জায় লাল বিগ বিও। ঠিক তখনই তরুণী জিজ্ঞাসা করে ফেললেন, আপনার মুখ এত চকচকে, কোন ময়েশ্চারাইজার মাখেন?
তরুণীর প্রশ্নে তো অবাক অমিতাভ। উত্তরে বললেন, আমি কোনওদিনই ময়েশ্চারাইজার মাখিনি। এমনকী, এই শব্দ উচ্চারণ করতেও অসুবিধা হয় আমার। আমি ছোটবেলা থেকেই সরিষার তেল মাখি। আর এটাই আমার একমাত্র রূপচর্চা।
কৌন বনেগা ক্রোড়পতিতে প্রথম থেকেই অমিতাভ প্রতিযোগীদের সঙ্গে নানান রসিকতা করে থাকেন। কখনও কখনও তো প্রেমের প্রস্তাবও পান নারী অনুরাগীদের কাছ থেকে। তবে কোনও তরুণীর সঙ্গে রূপচর্চার কথা শেয়ার করতে হবে, তা আন্দাজও করতে পারেননি বলিউড শাহেনশাহ।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স