বিড়াল হত্যার ঘটনায় আদালতে মামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০২-২০২৫ ০৭:৩৭:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৫ ০৭:৩৭:২২ অপরাহ্ন
প্রতীকী ছবি
পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুর। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালতে প্রতিবেশী শিবলুর নামে মামলাটি করেন তিনি।
পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন। আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স