তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০২-২০২৫ ০৬:৩৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৫ ০৬:৪৪:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এর দায় ভারতের। এমনটা ঘটলে দেশটির কাছে জবাব চাওয়া হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। আমরা সেটা তাদের থেকে জানতে চাই।
তথ্য উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। ফেব্রুয়ারি মাসজুড়ে ছাত্রজনতা মাঠে আছে, মাঠে থাকবে। আমরা যে কোনো সময়ের জন্য প্রস্তুত। কোনো ভয় বা আতঙ্ক দেখিয়ে আমাদের পিছপা করা যাবে না। এ সময় আইনি জায়গায় থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ইলেকট্রনিক মিডিয়া তৎকালীন সরকার নিয়ন্ত্রণ করছিল। কিছু দেখানো হচ্ছিলো না টিভিতে। তখন সংবাদপত্রের একটি ইতিবাচক ভূমিকা ছিল। তবে কিছু সংবাদপত্র আন্দোলনকে সংঘর্ষ হিসেবে দেখিয়েছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স