ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​উত্তরাঞ্চলের পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৬:০০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৭:৪০:৫১ অপরাহ্ন
​উত্তরাঞ্চলের পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্পগুলোতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পেট্রোল পাম্পের মালিকরা এই ঘোষণা দেন।

ধর্মঘটের কারণে বুধবার সকাল ৮টা থেকে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ পেট্রোল পাম্পে অকটেন, পেট্রোল ও ডিজেল উত্তোলন এবং সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

জ্বালানি সরবরাহ বন্ধ থাকার কারণে বাইক চালক ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। পেট্রোল পাম্পগুলোতে বাইক, কার, মাইক্রো, পিকআপ, ট্রাক, বাস থামিয়ে ভিড় করেন চালক ও শ্রমিকরা। তবে মেলেনি জ্বালানি। এতে গন্তব্যে পৌঁছতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে অফিসগামীরা পড়েন বিপাকে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এর প্রতিবাদে রংপুর ও রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন-বিপণন বন্ধ এবং পরিবহন ধর্মঘট পালন করা হবে।


বাংলাস্কুপ/প্রতিনিধিএসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ