ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত: রিপন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৪:৫৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০৪:৫৪:১৯ অপরাহ্ন
​কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত: রিপন ​ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে আমরা সবাই মিলে তাদের সমর্থন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে লিপ্ত ছিল, বর্তমানে এ অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা পতিত বিগত সেই সরকারের মতোই ভোগবিলাসে লিপ্ত রয়েছেন। তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা কোনোদিন এই অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় শহীদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যেটা মনে করি, অন্তর্বর্তী সরকারের লোকেরা এভাবে যদি ভোগবিলাসে লিপ্ত হয় তাহলে সংস্কারের যে অ্যাজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে সরকার পিছিয়ে পড়বে। এ জন্য যেসব উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত তাদের অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের আয়োজনের কথা বলছি। তা না হলে দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে।’

সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে অনুষ্ঠানে পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ