শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব : এ্যানি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০২-২০২৫ ০৩:৫৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৫ ০৩:৫৫:২৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ্যানি আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম, খুন করেছে। জীবনে কোনদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে এটা কখনো চেষ্টা করেনি। নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জনগণ-শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদেরকে জিম্মি করেছে। জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের বাইরে হোক বা ভেতরে হোক এ সমাজকে কেউ যদি কলুষিত করার চেষ্টা করে, গুলির কোনো সাউন্ড আসে, চাঁদাবাজি করে তাহলে এর ফল ভালো হবে না। কোনো দলের নেতা, পোস্ট-পদবি এসব বিবেচনা করে বিচার হবে না। সবাই সমান, নেতৃত্বে আছি, থাকতেই পারি। নেতৃত্ব আসে মানুষকে সম্মান দিলে। জোর করে সম্মান পাওয়া যাবে না।
ইটভাটা মালিকদের উদ্দেশ্যে এ্যানি বলেন, এক কোপের কথা বলে দশ কোপ কাটবে, এটি বিচার নয়, এটা হবে না। ইটভাটার জন্য জমি কিনে মাটি নেন। জমি কিনে ইট বানান। মাটি কেটে পুকুর বানাবেন, সেখানে মাছের চাষ করেন। এক বিনিয়োগে দুটি লাভ হবে। এক কোপের কথা বলে পাঁচ কোপ নেবেন, মাটি কাটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। মাটির ব্যবসা করে চাঁদাবাজি করা যাবে না। কেউ বিল্ডিং বানাবে, ইট, বালু সিমেন্ট দিতে হবে, এটি আওয়ামী লীগের কাজ। এ বিষয়গুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে। এটি যে ইউনিয়ন, ওয়ার্ড ও নেতা স্মরণে রাখবে না তাদেরকে ছাড় দেওয়া হবে না।
দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিতে প্রধান শিক্ষক মো. হানিফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স