ট্রাইব্যুনালে গণহত্যার বিচার
দ্রুতই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে: আইজিপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০২-২০২৫ ০৩:৫১:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৫ ০৪:১৬:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, দ্রুতই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজায় অবস্থিত নৌ-পুলিশের সদর দপ্তর পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারির বিষয়ে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামিদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন। আমার বিশ্বাস দ্রুতই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে। তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়ভার আসবে এসব আসামিদের গ্রেফতার করার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স