যুবদল নেতার পরিবারকে ঘর উপহার দিলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০২-২০২৫ ০৩:৪৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৫ ০৩:৪৮:০০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফেনীর সোনাগাজীতে নয় বছর আগে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নির্মিত ঘরটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসন এর উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রমূখ।
জানা গেছে, নিহত মাসুদের স্ত্রী আয়েশা আক্তার একটি কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এই বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
নিহত মাসুদের স্ত্রী আয়েশা আক্তার জানান, ২০১৬ সালের ২২ জুন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকা থেকে র্যাব মাসুদকে আটক করে। তিন দিন আটক রাখার পর ২৫ জুন চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তাকে হত্যা করে র্যাব। ওই সময় তিনি স্বামীকে র্যাবের সহায়তায় হত্যার জন্য নিজ দল ও পতিত আওয়ামী লীগের কয়েকজনকে দায়ী করে বিচার বিচার চেয়েছিলেন। কিন্তু কোনো বিচার পাননি তিনি।
তারেক রহমান ও আমরা বিএনপির পরিবারের সহায়তায় ঘরটি পেয়ে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার স্বামী জীবন দিয়েছে দলের জন্য। আগামীতেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের পরিবারের প্রতি খেয়াল রাখবে এটাই আমরা প্রত্যাশা করি।
তারেক রহমানের উপহারের ঘর পেয়ে অনুভূতি ব্যক্ত করেন নিহত যুবদল নেতা মাসুদের কন্যা মুনতাহা, আজকে খুশি লাগতেছে, তারেক রহমান আমাদের জন্য একটি ঘর উপহার দিয়েছেন। আমরা তার সর্বোচ্চ সহযোগিতা আশা করি। তিনি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স