ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অপরিকল্পিত বালু উত্তোলন

হুমকির মুখে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০১:৫২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০১:৫৩:২২ অপরাহ্ন
হুমকির মুখে আড়াইশ কোটি টাকার রাবার ড্যাম ​ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের বৃহত্তম রাবার ড্যাম প্রকল্প নির্মাণের পর থেকে পানির সংকট সমাধানের লক্ষ্যে পানি আটকে রাখার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এরই মধ্যে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে প্রকল্পটি ও আশেপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় মহানন্দা নদী থেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই রাবার ড্যামের মাত্র ১০০ মিটারের মধ্যে বালু উত্তোলন চলছে। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের আশঙ্কা, এতে রাবার ড্যামের পাশাপাশি নদীর পাড়ে থাকা ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হবে।

বাড়িতে পানি সরবরাহকারী বেসরকারি সংস্থা ব্রতীর নাম ব্যবহার করে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, ব্রতীর নাম ভাঙিয়ে প্রভাবশালী একটি মহল বালু উত্তোলনে মদদ দিচ্ছে। এমনকি এই কর্মকাণ্ডে স্থানীয় এক সাবেক এমপির সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে বলে জানান তারা।

বালু উত্তোলনের অনুমতি দেয়া হলেও স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এরপরেও বালুখেকোরা বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকশ টন বালু উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় মাদরাসা শিক্ষক কাউসার আলী জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে শুষ্ক মৌসুমে নদীর পানি ব্যবহারের জন্য শতকোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। অথচ রাবার ড্যামের এতো কাছে বালু উত্তোলনের ফলে স্থাপনাটি হুমকিতে পড়বে। স্থানীয় যুবক আরিফুল ইসলাম বলেন, ‘রাবার ড্যাম প্রকল্পের পাশের জমিতে তাদের ধান চাষাবাদ হতো। বালু উত্তোলনের ফলে নদীপাড়ের শতশত বিঘা জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ‘প্রথমে অনুমোদন দেয়া হলেও বিভিন্ন অভিযোগ ও রাবার ড্যামের ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও বালু উত্তোলন চললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন বলেন, ‘অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে রাবার ড্যাম ও ফসলি জমি ক্ষতির মুখে পড়তে পারে। এ ধরনের কার্যক্রম চলতে দেয়া হবে না এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের জুন মাসে। ৩৫৩ মিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ