ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমার দ্বিতীয় ধাপে আরো ২ মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১২:৫৫:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১২:৫৫:২২ অপরাহ্ন
ইজতেমার দ্বিতীয় ধাপে আরো ২ মুসল্লির মৃত্যু সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে শুরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে মঙ্গলবার রাতে আরো দু’জন মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে দুই ধাপে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।  নিহত দু’জন হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ থানার শাহবাজপুর গ্রামের গফুট আলীর ছেলে সুজাবত আলী সরকার (৭৫) ও জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী গ্রামের সামসুল আলম (৬০)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ি নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।তিনি বলেন, “গত রাত ১টায় সুজাবত আলী সরকার ও রাত ২টায় মো. সামসুল আলম ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন। বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন ও দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরণ করেছেন।” আয়োজকরা জানান, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়, যা আজ শেষ হচ্ছে।৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

বাংলাস্কপু/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ