পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০২-২০২৫ ১১:৩০:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৫ ১২:১৬:২৩ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। এ সময় আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের গাড়ি থেকে তার কয়েকশত কর্মী-সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক মো. আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েক শত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।এ ঘটনায় ওইদিন রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার দেখিয়ে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার মোরতোজা আলী খান স্যারের নেতৃত্বে পুলিশের অভিযানে মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন।
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স