ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আ‌খেরি মোনাজাতে শেষ হচ্ছে প্রথম ধা‌পের বিশ্ব ইজ‌তেমা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১০:৫৭:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:৫৭:২৯ পূর্বাহ্ন
আ‌খেরি মোনাজাতে শেষ হচ্ছে প্রথম ধা‌পের বিশ্ব ইজ‌তেমা সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপু‌রের টঙ্গীর তুরাগ নদের তীরে সুরা‌য়ে নেজা‌মের (‌যোবা‌য়ের অনুসারী) ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। বুধবার (৫ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মাওলানা মোহাম্মদ যোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমার ‌মি‌ডিয়া সমন্বয়ক হা‌বিবুল্লাহ রায়হান।

এদিকে তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।মোনাজা‌তের মাধ্যমে শেষ হ‌বে মাওলানা যোবা‌য়ের অনুসা‌রিদের এ বছ‌রের ইজ‌তেমা। আগামী ১৪ ফেব্রুয়া‌রি থে‌কে ১৬ ফেব্রুয়া‌রি পর্যন্ত মাওলানা সাদ অনুসা‌রি‌দের ইজ‌তেমা হ‌বে।

বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ