অবশেষে সুবাকে উদ্ধার, তরুণ আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০২-২০২৫ ০৫:৪৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০২-২০২৫ ০৫:৪৯:০৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা (১১)। দুই দিন পর তার সন্ধান মিলে নওগাঁয়। পরে নওগাঁ থেকে উদ্ধার করা হয় সুবাকে। এসময় তার সঙ্গে থাকা এক তরুণকে আটক করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করেন। পরে সুবাকে উদ্ধার করা হয়। ওই কিশোরী যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে। আটক তরুণকে গ্রেফতার দেখানো হতে পারে যদি সুবার পরিবার তার বিরুদ্ধে মামলা করে।
এর আগে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেছিলেন, ‘এটি প্রেম-সম্পর্কিত ঘটনা।নওগাঁ'র এক ছেলের সঙ্গে তিনি পালিয়েছেন। ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কিশোরীর হাত ধরে যেতে দেখা যায়।’
পুলিশ জানিয়েছিল, নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আবার বের হয়ে গিয়েছে ওই কিশোরী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স