ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৫:৩৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৫:৩৯:৫১ অপরাহ্ন
​পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ​সংবাদচিত্র : সংগৃহীত
পোষ্য কোটা বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিলে একাধিক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগও উঠেছে। ফলে আবারও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দল-মত নির্বিশেষে এক হয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে।

দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে সকল হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের নিচে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা 'কোটা না মেধা', 'হলে হলে খবর দে, পোষ্যকোটা কবরে দে' ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এদিকে দুপুরে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীদেরকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পোষ্য ভর্তি বিভাগীয় সকল শর্ত বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হলো। শুধু জরুরি পরিসেবাসমূহ আওতামুক্ত থাকবে তবে অন্দোলনের প্রয়োজনবোধে জরুরি সেবাসমূহ আওতাভুক্ত করা হবে। সকল কর্মকর্তা কর্মচারিদেরকে সকাল ৯ টার সময় তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি অফিসের সামনে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।'

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ