ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​ফেনী ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৩:৩৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৩:৩৭:০৫ অপরাহ্ন
​ফেনী ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি বাতিলের দাবি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ক্রীড়ার সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে গঠিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এ্যাডহক কমিটি বাতিল ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী ফেনী জেলা প্রশাসক প্রেরিত এ্যাডহক কমিটি বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ফেনী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রীড়া সংগঠক ইমন উল হক। এসময় তিনি বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানান।

তিনি বলেন, বিতর্কিত কমিটিকে অবাঞ্ছিত করে বাতিলের দাবিতে আরো যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসুচি ঘোষণা করা হয়েছে- আগামী ৬ ও ৮ তারিখ জেলা ক্রীড়া সংস্থা সংশ্লিষ্ট ক্লাব প্রতিনিধি, খেলোয়াড়, কোচ, রেফারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে। 

এছাড়াও ৯ এবং ১০ তারিখ জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অবস্থান কর্মসুচি পালন করা হবে। তারপরও যদি দাবী না মানা হয় তখন সকল খেলা থেকে বিরত থাকার হুশিয়ারী করেন।

এর আগে, তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ৭২ ঘন্টার আল্টিমেটাম আজ শেষ হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ