ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​নিজেকেই সেরা ঘোষণা করলেন রোনালদো

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০২:৩১:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০২:৩১:৪১ অপরাহ্ন
​নিজেকেই সেরা ঘোষণা করলেন রোনালদো ​ছবি: সংগৃহীত
চল্লিশতম জন্মদিনের আগে নিজেকেই সেরা ফুটবলার ঘোষণা করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রাত পোহালেই ৫ ফেব্রুয়ারি তিনি ৪০ বছরে পা দেবেন। গতকাল সোমবার রাতে আল ওয়াসলের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়েছেন। সেইসঙ্গে নিজেকে জীবিতদের মধ্যে তিনি নিজেকেই সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছেন।

স্প্যানিশ সাংবাদিক এদু আদুইরিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমি মনে করি জীবিত থাকা খেলোয়াড়দের মাঝে এখন পর্যন্ত আমিই সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমি ফুটবলের সবকিছুই করি। আমি বিশ্বাস করি যে- এটা আমি। আমি ভালো হেড নিতে পারি, ভালো ফ্রি কিক নিতে পারি, ডান ও বাম পা দিয়ে ভালো শট নেই। আমি দ্রুত এবং শক্তিলী ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ নয় বলাটা মিথ্যা। আমিই সেরা, সংখ্যা ভুল বলছে না।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বাধিক ৯২৩ গোল করা রোনালদো আরও বলেন, ‘স্কোরার শব্দের অর্থ কী? যিনি বলটাকে গোলপোস্টে পাঠাতে পারেন- তিনিই স্কোরার। ইতিহাসের সেরা স্কোরার কে? সংখ্যাটাই বা কত? আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে বেশি পছন্দ করতেই পারেন। আমি অবশ্যই এটাকে সম্মান করি। কিন্তু ক্রিশ্চিয়ানো সম্পূর্ণ ফুটবলার নয়- এটা বললে মিথ্যা বলা হবে। বরং, আমিই সবচেয়ে সম্পূর্ণ।’

রোনালদোকে একপর্যায়ে এদু আদুইরি প্রশ্ন করেন- তিনি কি ইতিহাসের সেরা খেলোয়াড়? এর জবাবে ৪০তম জন্মদিনের দোড়গোড়ায় দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা স্পষ্ট করে বলেন, ‘আমারও তাই মনে হয়। সত্যি বলতে, আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। কথাটা আপনাকে আমি মন থেকেই বললাম।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ