ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে নীল ছবি: বাংলাদেশি তরুণী আটক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:০৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন
হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে নীল ছবি: বাংলাদেশি তরুণী আটক সংবাদচিত্র: সংগৃহীত
নীল ছবি তৈরির দায়ে ভারতে এক তরুণীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ২২ বছর বয়সী ওই তরুণী ‘বাংলাদেশি’ এবং হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে নীল ছবি তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ওই দুই পুরুষকেও আটক করেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, গুয়াহাটি পুলিশ সোমবার শহরের একটি হোটেলে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে স্থানীয় দুই পুরুষ এবং ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে। গুয়াহাটির দিসপুর পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তিকে শফিকুল ও জাহাঙ্গীর নামে শনাক্ত করা হয়েছে। তাদের পাশাপাশি বাংলাদেশের বাসিন্দা মীন আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ রিপোর্ট অনুসারে, দলটি গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে রুম বুক করেছিল। সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আক্তার  চাকরির অজুহাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রও পুলিশ তদন্ত করছে বলেও জানানো হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ