ঘন কুয়াশায় যমুনা সেতুতে দুর্ঘটনা, যান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০২-২০২৫ ০১:০৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০২-২০২৫ ০১:০৬:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারছ‡ যমুনা সেতুর উত্তর লেনের ওপর সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে দুটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে উত্তরাঞ্চল-ঢাকা অভিমুখে উত্তর লেন দিয়ে যানবাহন চলাচল সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রয়েছে। এতে পশ্চিমপাড়ের টোল কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে বিড়ম্বনায় পড়েছেন ঢাকা অভিমুখে উত্তরাঞ্চলের হাজারো যাত্রী।
জানা যায়, সকাল সাড়ে ৭টায় সেতুর বাম লেনে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে লেনটি বন্ধ হয়ে যায়। যমুনা সেতু কর্তৃপক্ষ খবর পেয়ে লেনটি চালুর জন্য চেষ্টা করছে। দুর্ঘটনার কারণে সেতুর পশ্চিম পাড়ে সায়দাবাদ থেকে কড্ডার মোড় পর্যন্ত ঢাকা- রংপুর- রাজশাহী মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
সিরাজগঞ্জের কাজিপুরের সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল মুঠোফোনে জানান, ‘আমরা পিকনিক করতে কাজিপুর থেকে নরসিংদী যাচ্ছিলাম। সকাল সাড়ে ৭টা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে আমাদের গাড়ি আটকে রয়েছে। কখন লেনটি চালু হবে বুঝতে পারছি না।’
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৭টার পর না সেতুর উপরে ২০ নম্বর পিলারের কাছে ফোর এক্সেল ভেহিকল পেছন থেকে একটি যানবাহনকে ধাক্কা দিলে এ সমস্যার সৃষ্টি হয়। এরপর পেছনে আরও দুই তিনটি যানবাহন কুয়াশার কারণে ধাক্কা লেগে লেনটিতে আটকে যায়। সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে ফেললেও দীর্ঘ লাইন সৃষ্টি হয়। উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যান চলাচল সাময়িক বন্ধ থাকলেও থেকে উত্তরাঞ্চল অভিমুখে দক্ষিণ লেনটি চালু রয়েছে।’
যমুনা সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেলকে বারবার কল করা হলেও সাড়া মেলেনি। তবে যমুনা সেতু ট্রাফিক কন্ট্রোল রুমের ইনচার্জ মাহবুর রহমান সকাল সাড়ে ৯টায় জানান, ‘ঘন কুয়াশার কারণে সকালে সেতুর উপর দুর্ঘটনা ঘটে। এ কারণে টোল বন্ধ রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হলে টোল কার্যক্রম শুরু হবে। ঢাকার অভিমুখে যানচলাচল সাময়িক ব্যাহত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আশা করছি, স্বাভাবিক হবে।’
সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স