ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ , ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ফ্লাইট চলাচল ব্যহত: ঢাকায় নামতে না পেরে গেল কলকাতা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১১:৩৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১১:৩৪:৪৯ পূর্বাহ্ন
ঘন কুয়াশায় ফ্লাইট চলাচল ব্যহত: ঢাকায় নামতে না পেরে গেল কলকাতা সংবাদচিত্র: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে না পারায় ঢাকার আকাশ থেকে আজ ফিরে গেছে তিনটি ফ্লাইট। শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর থেকে জানা গেছে যে, কুয়াশার কারণে মধ্যরাত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এসময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যহত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ২টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল ৯টার পর তারা ঢাকায় অবতরণ করে।

এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাইসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট রয়েছে। এদিকে একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ