সারাদেশে সড়কে ঝরলো ১৪ প্রাণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০২-২০২৫ ০৭:০৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০২-২০২৫ ০৭:০৩:০৪ অপরাহ্ন
সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক লোক। বিশেষ করে সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও সাতক্ষীরার দেবহাটায় স্কুলে যাওয়ার সময় ট্রলি পিষে দিল এক শিশুকে, ফেনীতে প্রাণ গেল ব্যবসায়ির, জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র, বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক, দিনাজপুরে দুইজন ও রাজধানীর টিকাতুলিতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর। রোববার (২জানুয়ারি) প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
সিলেট প্রতিনিধি জানান- সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার ভোরে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উনিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঢাকার ডেমরার আশুলিয়া এলাকার সায়মা আক্তার (৩৫), তার ছেলে আয়ান (৬), বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও তাদের খালাতো ভাই সোহেল ভূইয়া (৩৮)। নিহত সোহেল ভূইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা। নিহতেদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও বাকি দুজন সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যান। হতাহতরা ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান- সাতক্ষীরার দেবহাটায় স্কুলে যাওয়ার সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মিম নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় একটি ইট বোঝাই ট্রলি চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রলি চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ও মিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে। নিহত মিম উপজেলার কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। মিম দেবীশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী ট্রলি চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রলি চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী প্রতিনিধি জ্নাান- ফেনীতে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের চট্টগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা নিহতের স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। রবিবার সকাল ৭টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকন জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। পুলিশ সেখানে গিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
জয়পুরহাট প্রতিনিধি জানান- জয়পুরহাট ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌরশহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে। নিহত ট্রাকচালক এনামুল হক জয়পুরহাট শহরের একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন শিহাব উদ্দিন (২৫) নামের এক কলেজছাত্র। একই দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের চাচাতো ভাই মোটরসাইকেল আরোহী বোরহান (৩৫)। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিহাব নবীনগর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের আলিয়াবাদ দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে। নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করছি, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছে ধাক্কা দেয়। নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।’
স্টাফ রিপোর্টার জানান- রাজধানীর টিকাটুলিতে মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বেলা আড়াইটার দিকে টিকাটুলি অভিসার সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহটি মর্গে রাখা হয়েছে। গাড়িটির ধাক্কায় তার মুখমণ্ডল থেতলে গিয়েছে। এছাড়া হাত পাও ভেঙে গেছে। নিহতদের পরিবারের মাধ্যমে জানা গেছে, মাইক্রোবাসটি স্থানীয়রা আটকে রেখেছে।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার ট্রাক্টরের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মটর সাইকেল চালক সাগর হোসেন(২৪) নামে একজন নিহত ও মটরসাইকেল থাকা দুইজন ও ট্রাক্টরের হেলপার গুরুত্বর আহত। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যাক্তি ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর গ্রামের আব্দুল তালেবের পুত্র।
বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান- দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মোমতাজ আলী (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি মোমতাজ আলী বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের উত্তর দোগাছী গ্রামের ভাদুর ছেলে। স্থানীয়রা জানান, রোববার সকালে বিরল-দিনাজপুর সড়কের টেলপীড় (তেতুলতোলা) নামক স্থানে এক ব্যাক্তি অজ্ঞান অবস্থায় পরে আছে। কুয়াশার কারণে রাতে কোন যানবাহনের সাথে দুর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করেছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবান প্রতিনিধি জানান- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় নমইংচং ম্রো (১৬) একজন যুবক নিহত হয়েছে। নিহত নমইংচং ম্রো রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়া এলাকার সিম ম্রো এর পুত্র। এছাড়া একই দুর্ঘটনায় মেনরাও ম্রো (১৬) নামে আরো একজন গুরুতর আহত হয়
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স