ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না: তনি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৬:০৪:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৬:০৪:০৫ অপরাহ্ন
​আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না: তনি ​ছবি: সংগৃহীত
আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না। রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী সাদাদ রহমানের সঙ্গে একটি ছবি দিয়ে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে তনি বলেন, 'দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট নিউজ, ভূয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন। ভালভাবে জীবন এবং ব্যাবসা পরিচালনার জন্য যতটুকু কাজ করা দরকার, আল্লাহর রহমতে পরিশ্রম করার সেই ধৈর্য এবং মানুষিকতা দুটোই আমার আছে, তাই আমার জীবন নিয়ে এত ভাবা বন্ধ করেন।

আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম,  আছি,  শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকবো, ইনশাল্লাহ। ভদ্রভাবে বললাম, আমাকে আইনি পথে হাটতে বাধ্য করবেন না।'

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ