ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​বেড়াতে গিয়ে প্রাণ গেল মা-ছেলেসহ চারজনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৫:৫২:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৫:৫২:৩২ অপরাহ্ন
​বেড়াতে গিয়ে প্রাণ গেল মা-ছেলেসহ চারজনের ​ছবি: সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের সংঘর্ষ হয়। 

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের অদূরে আশুলিয়া এলাকার মোছা. সায়মা আক্তার (৩৫), তাঁর ছেলে আয়ান (৬), সায়মার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও খালাতো ভাই সোহেল ভূঁইয়া (৩৮)। নিহত সোহেল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোগড়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই ঢাকা থেকে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, "সকালে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন বলে তথ্য পেয়েছি।" 

তিনি বলেন, "নিহতদের একজন প্রাইভেট কারের চালক ও বাকিরা যাত্রী। সবার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।"

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ