ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​ভাইরাল মোনালিসা এবার বলিউডের নায়িকা

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৪:৩১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৪:৩১:৫৪ অপরাহ্ন
​ভাইরাল মোনালিসা এবার বলিউডের নায়িকা ​ছবি: সংগৃহীত
মহাকুম্ভমেলার ভাইরাল-কন্যা মোনালিসা ভোঁসলে এখন বিনোদন জগতে পা রাখতে চলেছেন। ইতোমধ্যে বলি পরিচালকদের নজর কেড়েছেন তিনি। একটা মেলা বদলে দিয়েছে মধ্যপ্রদেশের এ ষোড়শী কন্যাকে। মোনালিসার জীবনে এখন রঙিন স্বপ্ন দেখা শুরু। দ্রুতই রুপালি পর্দায় আসছেন তিনি। কিন্তু মোনালিসা বিপরীতে নায়ক কে?

ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’। পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে শিরোনামে আসতে চেয়েছিলেন। তার ছবিতেই বলিউডে অভিষেক হচ্ছে মোনালিসার। তবে নায়ক রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, পরিচালক সনোজ মিশ্র ইতোমধ্যে মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন।  

তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে চাননি সনোজ। মুখে কুলুপ এঁটে আছেন কুম্ভমেলার সুন্দরী মালা বিক্রেতাও। এর মধ্যে নায়ক হিসেবে বেছে নিয়েছেন রাজকুমার রাওয়ের ভাই অমিতকে। চলতি মাসে ছবিরটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। 

উল্লেখ্য, মোনালিসা অনেক দিন ধরেই নর্মদার তীরে কিলাঘাটে ফুলের মালা বিক্রি করে আসছিলেন। কিন্তু মহাকুম্ভমেলায় এবার প্রয়াগরাজে সে নিয়ে গিয়েছিল পুতির মালার পসরা। সেখানেই কিছু ব্লগারের নজরে পড়ে যায় ষোড়শী মেয়েটি। শুরু হয় তার সঙ্গে ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন পরিবারের লোকজনরা। পরে তাকে মেলার বিক্রিবাটা ফেলে চলে যেতে হয় নিজের বাড়ি।


বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ