কমেছে শীত বেড়েছে কুয়াশা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০২-২০২৫ ০৪:০৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০২-২০২৫ ০৪:০৯:১৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশে কয়েক ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও শীতের তীব্রতা কমেছে। বেলা বাড়ার সঙ্গে কমছে কুয়াশাও। অল্প কিছুদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা কমেছে। সন্ধ্যার পর মানুষ শীতের পোশাক ছাড়াই চলাফেরা করছে। তবে আকাশে মেঘ থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে উত্তরের হিমেল বাতাস বাধাগ্রস্ত হওয়ায় শীত কমে গেছে। রোববার (২ফেব্রুয়ারি) বাংলাস্কুপের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান-দুদিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমেছে। বেলা বাড়ার সঙ্গে কমছে কুয়াশাও। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগে শনিবার ১৮ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, আকাশে মেঘ থাকায় তাপমাত্রা বেড়ে গেছে। পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে উত্তরের হিমেল বাতাস বাধাগ্রস্ত হওয়ায় শীত কমে গেছে। তবে মধ্যরাত থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে। কৃষক রশিদ আলী জানান, ‘ঠান্ডার কারণে মাঠে কাজ করা কষ্টকর হচ্ছিল, কিন্তু এখন আবহাওয়া সহনীয় হওয়ায় ঠিকমতো কাজ করা যাচ্ছে। তবে আবার ঠান্ডা পড়বে কি না, সেটাই চিন্তার বিষয়।’শহরের কোর্ট মোড়ের নিক্সন পট্টির এক ব্যবসায়ী বলেন, ‘শীতের কাপড়ের বিক্রি এখন কমে গেছে। কয়েকদিন আগেও অনেকে গরম কাপড় কিনছিল, এখন মানুষ হালকা পোশাকেই স্বস্তি পাচ্ছে। এভাবে চলতে থাকলে বিক্রি কমে যাবে। মৌসুমি এই দোকান গুটিয়ে নিতে হবে।’
দিনাজপুর প্রতিনিধি জানান- তাপমাত্রা না কমলেও সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। সঙ্গে হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (২ফেব্রুয়ারি) সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শনিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় তাপমাত্রা বেড়েছে। তবে বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হারে থাকায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। রোববার ঘনকুয়াশা দেখা দিয়েছে। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার। দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা বেশি।
নীলফামারী প্রতিনিধি জানান- ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ। আজ দৃষ্টিসীমা মাত্র ৫০ মিটার রেকর্ড করা হয়েছে। এতে বেশি দূর দেখতে না পারায় মহাসড়ক ও জেলার আভ্যন্তরীণ সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত ১৫ দিন ধরে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটছে। রাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। ভোরে ও দিনের প্রথমভাগে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা মোটামুটি থাকলেও প্রচুর ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স