জুলাই গণহত্যা : সুবিচার নিশ্চিত করতে চায় সরকার
আপলোড সময় :
২৩-০৯-২০২৪ ০৮:০৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৪ ১১:৫১:১৮ পূর্বাহ্ন
ফাইল ফটো
বাংলা স্কুপ, ২৩ সেপ্টেম্বর ২০২৪:
জুলাই গণহত্যার বিচারের বিষয়ে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে "আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩" সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। তিনি বলেন, আমাদের বুকের ভিতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক- এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, অতীতে দেখেছি, এদেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করবো।
ড. আসিফ নজরুল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতোমধ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ড (ট্রাইব্যুনাল)-কে পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩" সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না, যারা এ বিষয়ে বিশেষজ্ঞ সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনে ৮টি প্রস্তাব তুলে ধরা হয়। খসড়া সংশোধনী প্রস্তাবে ৩টি নতুন ধারা ও ২টি উপধারা যুক্ত করাসহ ৩টি ধারায় সংশোধন প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।এটি এখনও শুধু প্রস্তাবনা আকারেই রয়েছে। মতবিনিময় সভার পরও ইমেইলের মাধ্যমে মত জানাতে পারবেন আমন্ত্রিত বিশিষ্টজনরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স