ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল ৯টায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০২-২০২৫ ০৩:৪৬:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০২-২০২৫ ০৪:২৪:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা সেটা করতে ছড়াতে পারছে না। আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এখন পর্যন্ত ইজতেমার কোথাও নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ নেই। আমরা মুসল্লিদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তার দিকটি দেখছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমার প্রথম পর্ব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রেস ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স