ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​সাঈদীর মৃত্যু স্বাভাবিক না মেডিকেল কিলিং, জাতিকে জানানোর দাবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০২-২০২৫ ০১:২৮:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০২-২০২৫ ০২:৫৯:২৪ অপরাহ্ন
​সাঈদীর মৃত্যু স্বাভাবিক না মেডিকেল কিলিং, জাতিকে জানানোর দাবি ​ফাইল ছবি
ইসলামী বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল না মেডিকেল কিলিং, তা তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের একটি মাহফিলে বয়ানকালে তিনি এই দাবি জানান। 

মিজানুর রহমান আজহারী বলেন, ‌আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শিরক-বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে।

তিনি আরও বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিক্যাল কিলিং ছিল, তা আমরা এখনও জানি না। বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

জনপ্রিয় এই ইসলামী আলোচক বলেন, অধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তাই তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন।

তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে এবং সহসভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে মাওলানা শামীম সাঈদী, মাওলানা বি এম মফিজুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম, বিআইএ জামে মসজিদের খতিব সাফওয়ান বিন হারুন আজহারী, অলি খাঁ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তাওহীদুল হক মিজবাহ প্রমুখ বক্তব্য রাখেন।

মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরী আল মাদানী।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ