বিকেল চারটার মধ্যে দাবি না মানলে ঢাকা উত্তর সিটি অবরোধ!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০২-২০২৫ ১২:৪২:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০২-২০২৫ ০২:০২:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থদিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটার মধ্যে দাবি না মানলে ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তবে ইজতেমার কারণে ভোর ছটা থেকে সকাল ১১ টা পর্যন্ত মুসল্লিদের জন্য অবরোধ শিথিল রাখবেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দাবি না মানলে আজ বিকেল থেকে পুরো ঢাকা উত্তর সিটি অবরোধ করা হবে। একই সঙ্গে তাদের চলমান অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করাসহ সাতদফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা শুক্রবার দিনভর মহাখালী- গুলশানের সড়ক অবরোধ করে রাখে।
গত বুধবার বিকেল থেকে অনশনে আছেন ৬ জন। এছাড়া গণঅনশনে অংশ নিয়েছেন অন্যান্য শিক্ষার্থীরা। দীর্ঘসময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেয়া হচ্ছে কয়েকজনকে।
শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার, মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এদিকে, বিকেল ৪টার মধ্যে স্বীকৃতি না আসলে ঢাকা উত্তর সিটি এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। যাতে সড়ক এবং রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স