৭ দিনই হাফভাড়ায় বাসে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা
আপলোড সময় :
২৩-০৯-২০২৪ ০৬:৫৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৪ ০৬:৫৮:৩৬ অপরাহ্ন
ফাইল ফটো
বাংলা স্কুপ, ২৩ সেপ্টেম্বর ২০২৪:
রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর (মেট্রোপলিটন) এলাকায় শিক্ষার্থীরা সপ্তাহের সাত দিন অর্ধেক ভাড়ায় (হাফ পাস) বাসে চলাচল করতে পারবেন। আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত এ সুবিধা পাবেন তাঁরা। তবে এ জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে গত শনিবার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা হয়। সেখানেই সপ্তাহে ৫ দিনের বদলে ৭ দিনই হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। গণ-আন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এ সিদ্ধান্ত নেন মালিক সমিতির নেতারা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর সপ্তাহে ৫ দিন (শুক্র-শনিবার ব্যতীত) শিক্ষার্থীদের হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল ৮টা থেকে রাত ৮টা। সূত্র : প্রথম আলো।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স