ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ ​দুর্ঘটনাটি চাইলে এড়ানো যেত : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৩:১৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৭:৫১:৩৯ অপরাহ্ন
ভয়াবহ ​দুর্ঘটনাটি চাইলে এড়ানো যেত : ট্রাম্প ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এটিকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চাইলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেত বলেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার চার ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন।

তিনি জানান, বিমানটি বিমানবন্দরের দিকে একটি নিখুঁত এবং নিয়মিত লাইনে ছিল। এ সময় হেলিকপ্টারটি বিমানের সরাসরি সামনে চলে আসে। বেশ কিছু সময় ধরে এটি এভাবে আগাতে থাকে। এ সময় বিমানের আলো জ্বলছিল।

ট্রাম্প বলেন, কেন হেলিকপ্টারটি ওপরে বা নিচে গেল না অথবা ঘুরিয়ে দেওয়া হলো না। কেন কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারটিতে বিমানের দেখতে পাওয়ার বদলে করণীয় বলে দেওয়া হয়নি?

এর আগে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করা হবে।দেশটির কর্মকর্তারা জানান, বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জানান, এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি জেট রিগ্যানের দিকে যাওয়ার সময় মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানটিতে অন্তত ৬৫ যাত্রী ছিলেন।

 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে

​যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে নিহত অন্তত ১৮
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ