শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনূঢ়া
আপলোড সময় :
২২-০৯-২০২৪ ০৯:৩৬:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৪ ০২:৩২:১৬ অপরাহ্ন
অনূঢ়া কুমারা দিশানায়েকে। ছবি: ইপিএ
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪:
চমক দেখিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিক অনূঢ়া কুমারা দিশানায়েকে। দ্বিতীয় দফায় ভোট গণনার পর রোববার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে দেশটির নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে। এর মধ্য দিয়ে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দ্বীপরাষ্ট্রটি।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় শনিবার। রোববার প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায়, একজন প্রার্থীও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপর দ্বিতীয় দফায় ভোট গণনা করে রাতে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবারের নির্বাচনে বামপন্থী রাজনীতিবিদ দিশানায়েকে ৩৯ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়ে শীর্ষ অবস্থানে ছিলেন। বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ৩৪ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এই দুই প্রার্থীর মধ্যেই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়েন।
শ্রীলঙ্কার নির্বাচন ব্যবস্থায় একটি ব্যালট পেপারে ভোটারদের জন্য তাদের পছন্দ অনুসারে পর্যায়ক্রমে সর্বোচ্চ তিনজন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ রয়েছে। যদি কোনো প্রার্থী প্রথম গণনায় ৫১ শতাংশ ভোট না পান, তাহলে দ্বিতীয় দফায় ভোট গণনা করা হয়। সেক্ষেত্রে দুই শীর্ষ প্রার্থীকে বিবেচনায় নিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়।
দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ায় গুরুত্বপূর্ণ এই জাতীয় নির্বাচন। এর মধ্যদিয়ে ৫৫ বছর বয়সী দিশানায়েকে দ্বীপরাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন। সূত্র : বিবিসি, প্রথম আলো।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স