রাস্তায় ইবতেদায়ি শিক্ষকরা, টানা অবস্থান কর্মসূচি অব্যহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০১-২০২৫ ১২:৪০:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০১-২০২৫ ১২:৪০:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীতে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। শীতের রাতে রাস্তায় পাতলা চট বিছিয়ে নিদারুণ কষ্টে আরও একটি রাত পার করলেন তাঁরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শাহবাগে জাতীয় জাদুঘর-সংলগ্ন এলাকার একপাশে রাস্তায় অবস্থান করতে দেখা যায় ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে অনাহারে মরতেও প্রস্তুত তারা। তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না।
আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, রবিবার (২৬ জানুয়ারি) সরকারের উচ্চপর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছিল। সোমবার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হবে বলে শুনেছিলাম। সেখান থেকে একটি ভালো সিদ্ধান্ত আসার কথা ছিল। তবে স্পষ্ট কোনো বার্তা আমরা পাইনি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি মঙ্গলবারের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে, তাহলে সামনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিকে, সোমবার (২৭ জানুয়ারি) নবম দিনে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাবি না মানলে মঙ্গলবার দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স