দুর্ঘটনার শঙ্কা
অবৈধ বৈদ্যুতিক সংযোগ দিয়ে চলছে সেচকার্য
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০১-২০২৫ ০৭:১১:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০১-২০২৫ ০৭:১৭:১৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নওগাঁর মান্দায় অবৈধভাবে তার টেনে প্রায় ১২’শ ফুট দূরে এলটি বৈদ্যুতিক সংযোগের মাধমে সেচকার্য পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করার জন্য এলাকাবাসীর পক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন নওগাঁ পল্লী বিদুৎ সমিতি-১ সতিহাট সাব-জোনাল অফিসে গত ২৯ ডিসেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও যথাযথ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগকারী আমজাদ হোসেন জানান, অবৈধভাবে এলটি বৈদ্যুতিক সংযোগগ্রহণকারী জাকির হোসেনের পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। কিন্তু যেকোন সময় দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। এরপরও ক্ষমতার অপব্যবহার দেখিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এভাবে সেচকার্য পরিচালনা করে আসছেন। এসব বিষয় নিয়ে তাদের একাধিকবার বলা সত্বেও তারা কর্ণপাত না করায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অথচ এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সরেজমিন গিয়ে অবৈধভাবে এলটি বৈদ্যুতিক সংযোগ গ্রহণকারী জাকির হোসেনকে না পাওয়ায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে নওগাঁ পল্লী বিদুৎ সমিতি-১ সতিহাট সাব-জোনাল অফিসের এজিএম শামীম আহম্মেদকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স