থাই এয়ারওয়েজের ঢাকা টাউন অফিস উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০১-২০২৫ ০৬:২৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০১-২০২৫ ০৬:২৯:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশে গ্রাহক পরিষেবা বাড়ানোর লক্ষ্যে থাই এয়ারওয়েজ গুলশানে নতুন ঢাকা টাউন অফিসের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৭ জানুয়ারি) কার্যালয়টি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত্র।
এসময় উপস্থিত ছিলেন থাই এয়ারওয়েজের সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইট কিচাথর্ন এবং ওয়েস্টার্ন, মিডল ইস্ট ও বাংলাদেশের টিম লিড নারিনটর্ন সুক্কাসেম, থাই এয়ারওয়েজের প্যাসেঞ্জার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অফিস উদ্বোধন করে মাকাওয়াদি সুমিত্র বলেন,থাইল্যান্ডের ফ্ল্যাগ ক্যারিয়ার হিসেবে থাই এয়ারওয়েজ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইট কিচাথর্ন বাংলাদেশি বাজারের প্রতি থাই এয়ারওয়েজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, নতুন অফিসের লক্ষ্য গ্রাহক পরিষেবা বাড়ানো।
থাই এয়ারওয়েজ ঢাকায় এই নতুন টাউন অফিস ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে শাখা অফিসে তার কার্যক্রম পরিচালনা করছে ।
বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স