ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ হত্যা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৫:৫২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৬:৫৯:০২ অপরাহ্ন
​ হত্যা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ​ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় হকার সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাভারের এনাম মেডিক্যালের চেয়ারম্যান ডা. এনামুর রহমানকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. মনিরুল ইসলাম তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নং গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে হকার মো. সাগর অংশ নেন। বিকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর থানায় হত্যা মামলায় দায়ের করেন। এ মামলায় এনামুর রহমান এজাহারনামীয় ৩০ নম্বর আসামি।


বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ