নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০১-২০২৫ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০১-২০২৫ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
শীতের সকালে গ্রামের মেঠোপথ ধরে ছোট ছোট পায়ের স্পর্শে জেগে উঠছে নিস্তব্ধ প্রকৃতি। অভিভাবকদের হাত ধরে স্বপ্নের পানে ছুটছে শিশুরা। নতুন বইয়ের ঘ্রাণ আর অজানা জগতের আহ্বান যেন তাদের চোখে এক নতুন আলোর বার্তা ছড়াচ্ছে। বই বিতরণের এই দিনটি শুধু শিক্ষার নয়, বরং এক নীরব বিপ্লবের প্রতীক। যেখানে শিশুদের কল্পনায় ফুটে ওঠে অজেয় ভবিষ্যতের স্বপ্ন। বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণ পেতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের আনন্দের যেন সীমা নেই। তাইতো নতুন বছরের নতুন বইয়ের ঘ্রাণে বিদ্যালয়ের পানে ছুটে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রাম জেলা শহর থেকে দূরে এক প্রত্যন্ত এলাকা। এখানে প্রকৃতি যেন নিজ হাতে গড়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যের মঞ্চ। কিন্তু এই রূপ-লাবণ্যের ছায়ায় লুকিয়ে রয়েছে শিক্ষার প্রতি মানুষের দীর্ঘদিনের বঞ্চনা। সরকারি কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এখানকার শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। তবে এই প্রান্তিক এলাকায় শিক্ষার আলো ছড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। তাদের আর্থিক সহযোগিতায় স্থাপিত ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’ বর্তমানে এই অঞ্চলের নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে।
রোববার (২৬ জানুয়ারি) সকালে সাড়ে নয়টায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠান উপলক্ষে প্রভাতে কাঁচাকুল এলাকার শান্ত পরিবেশে যেন ছড়িয়ে পড়েছে এক আলাদা উদ্দীপনা। বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছে নতুন বই বিতরণ অনুষ্ঠানের। সূর্যোদয়ের আলো ঠিক যেমন নতুন দিনের বার্তা নিয়ে আসে, তেমনি নতুন বইয়ের এই উৎসব যেন জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
স্থানীয় অভিভাবকরা জানান, তাদের সন্তানদের বই হাতে স্কুলে যাওয়ার দৃশ্যটি একসময় ছিল কল্পনার মতো। আজ সেই কল্পনা বাস্তবে রূপ নিয়েছে। এক শিক্ষার্থীর অভিভাবক রুমা খাতুন বলেন, আগে আমরা ভাবতাম, আমাদের ছেলেমেয়েরা কখনই পড়ালেখা করতে পারবে না। কিন্তু এখন তারা নিয়মিত স্কুলে যায়। আজ যখন নতুন বই পেল, তখন তাদের মুখের হাসি দেখে আমরা নিজেদের ধন্য মনে করি।
নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী রিফাহ বলেন, নতুন বইয়ের গন্ধ আমার খুব ভালো লাগে। এই বইগুলো দিয়ে আমি অনেক কিছু শিখতে পারব। আমার স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হবো।
নতুন বই বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অঞ্চলের শিশুরা শুধু বই পায়নি, তারা পেয়েছে স্বপ্ন দেখার সাহস। সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স