তাবলিগ জামাতের চলমান সংকটের স্থায়ী সমাধান দাবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০১-২০২৫ ০৪:৪৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০১-২০২৫ ০৪:৪৪:৪৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান সংকট ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন সচেতন ছাত্রসমাজ নামে এক সংগঠন। সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সচেতন ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সচেতন ছাত্রসমাজের মুখ্য সংগঠক জুবাইরুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিবদমান উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল। সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল— ‘আগামী ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরের অনুসারীরা আয়োজন করবেন। আগামী ৭ হতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীরা আয়োজন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ীম তাবলিগের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, মাওলানা জোবায়েরের অনুসারীরা প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন— যা পূর্বে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এছাড়া ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২৫ মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উভয়পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্রসমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হবো।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সচেতন ছাত্রসমাজের পক্ষে নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, রোমান হোসেন প্রমুখ।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স