ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছাড়া হলো আরেকটি কুমির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৩৪:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৩৯:৪৮ অপরাহ্ন
​পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে ছাড়া হলো আরেকটি কুমির ​ছবি: সংগৃহীত
জীবনাচরণ নিয়ে গবেষণার জন্য পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস বসিয়ে আরেকটি কুমিরকে সুন্দরবনে ছেড়েছে বন বিভাগ।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় সুন্দরবনের চরাপুটিয়া খালে ১২ বছর বয়সের ৭ ফুট দৈর্ঘ্যের এ নারী কুমিরটিকে অবমুক্ত করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও সহায়তায় এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে পূর্ব বনবিভাগ এবং আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)।

সুন্দরবনে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ড. রুচি, আইইউসিএন প্রতিনিধি মি. দীপু ও বনবিভাগের কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।
বন বিভাগ জানায়, মূলত সুন্দরবনে গহীনের নদী ও খালে কুমিরের গতিবিধি নিয়ে গবেষণা করছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ও বন বিভাগ।

সুন্দরবনের করমজল পর্যটক ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমিরের গতিবিধি নির্ণয়ে ও তা নিয়ে গবেষণার জন্য এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। তাই রোববার একটি কুমিরের পিঠে ডিভাইস বসিয়ে তা কম্পিউটারের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণের জন্য এটি বনে অবমুক্ত করা হয়েছে। কুমির নিয়ে গবেষণা করার জন্য রোববার বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত এ কুমির অবমুক্ত করেন তারা।

এর আগে গত বছরের মে মাসে সুন্দরবনের ভদ্রায় ২টি ও হাড়াবাড়ীয়ায় ২টিসহ মোট ৪টি স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্ত করা হয়েছিল। গত বছর অবমুক্ত করা সেই কুমিরের গতিবিধি সংরক্ষণ ও তা নিয়েও গবেষণা চলছে বলেও জানান বনের এ কর্মকর্তা।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ