ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ট্রেনের টিকিট কেনা নিয়ে রেল মন্ত্রণালয়ের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৭:৫০:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৭:৫০:১১ অপরাহ্ন
​ট্রেনের টিকিট কেনা নিয়ে রেল মন্ত্রণালয়ের সতর্কবার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করে প্রতারিত না হতে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘রেলওয়ে সব আন্তনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করেছে। ইদানিং লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রয়ের চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।'

এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ