ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৫:১৪:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৫:১৪:৩২ অপরাহ্ন
​নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ ​সংবাদচিত্র : সংগৃহীত
নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আতিয়ার (৩০) ও আলমগীর (৩২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এতে ১৫ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮ টার আগে এই সংঘর্ষ শুরু হয় বলে জানান তারা। 

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীরা আজ (রোববার) সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে দুইজন মারা গিয়েছে বলে জানতে পেরেছি। আহত কতজন জানা যায়নি। 

এদিকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে জানা গেছে, নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।


বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ