মতিউর রহমানের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০১-২০২৫ ০৫:১২:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০১-২০২৫ ০৫:১২:০৭ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে আগামী সাত দিনের মধ্যে যেকোনো একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৬জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
এর আগে, তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইসমাঈল। রিমান্ড বাতিল চেয়ে জামিনের পক্ষে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী। রিমান্ডের পক্ষে অবস্থান নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এরপর এ আদেশ দেন বিচারক। গত ১৫ জানুয়ারি ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আবেদনে বলা হয়, আসামি একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন বলে দেখা যায়। এ ক্রয়-বিক্রয়ের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা উদঘাটন করা প্রয়োজন। এছাড়া, তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করা দরকার। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। পাশাপাশি তার বিরুদ্ধে এক কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমান তাকে সহযোগিতার করেন। এজন্য মামলায় তাকেও আসামি করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স