সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার
আপলোড সময় :
২২-০৯-২০২৪ ০৭:৫৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৪ ০৮:৩৫:৪২ অপরাহ্ন
ফাইল ফটো
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪:
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে উল্লেখ করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জাহিদ ফারুক। দুবারই তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স