বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০১-২০২৫ ০৫:০৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০১-২০২৫ ০৫:০৫:২৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আর তাতে এক ম্যাচ বাকি থাকলেও সেমিফাইনালের স্বপ্ন শেষ লাল সবুজদের।
রোববার (২৬ জানুয়ারি) সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রান সংগ্রহ করে লাল সবুজরা। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারের মধ্যেই জয় তুলে নেয় ভারতের মেয়েরা।
মালয়েশিয়ায় আয়োজিত এ আসরে গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের বিপক্ষে সুপার সিক্সের প্রথম ম্যাচটি ছিল বাঁচা-মরার। কারণ ২ পয়েন্ট এগিয়ে থাকা ভারত এ ম্যাচ জিতলে বাংলাদেশের তুলনায় ৪ পয়েন্ট এগিয়ে যেত। আর তাতে শেষ ম্যাচ জিতলেও কোনো লাভ হতো না।
এমন সমীকরণ মাথায় রেখে শুরুতে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজিটাই তুলতে পারেনি সুমাইয়া আক্তারের দল। টস হেরে ব্যাট করতে নেমে কুয়ালালামপুরে বাংলাদেশের টপ অর্ডারের ৫ ব্যাটারই আউট হন সিঙ্গেল ডিজিটে। ষষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার কিছু রান তুলেন। ৩১ রানের জুটির পর বৈষ্ণবী শর্মার ওভারে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন জান্নাতুল। ২০ বলে তিনি করেন ১৪ রান। তখন দলীয় রান ছিল ৫৩, নিশিতা আক্তারকে নিয়ে স্কোর বোর্ডে এরপর আর ১১ রান যোগ করতে সক্ষম হন সুমাইয়া। বাংলাদেশ উইকেট হারায় ৮টি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাট চালায় ভারতের মেয়েরা। ইনিংস শুরুর প্রথম ওভারেই নিশিতাকে তিনটি বাউন্ডারি হাঁকান গঙ্গাদি তৃশা। দল যখন জয় থেকে মাত্র ৪ রান দূরে তখন তিনি আউট হন। তার আগে ৩১ বলে ৮ চারের মারে খেলেন ৪০ রানের ইনিংস।
এ জয়ে অস্ট্রেলিয়ার পর সুপার সিক্সের গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল ভারতেরও। নিয়মরক্ষার ম্যাচে ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স