ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের মুক্তি চান সহকর্মীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০৭:০২:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০৭:০২:০০ অপরাহ্ন
​বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের মুক্তি চান সহকর্মীরা ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন বিআরআইসিএমের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিআরআইসিএমের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মালা খান এবং তার সহযোগীরা বিআরআইসিএমের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি, অপহরণ এবং মিথ্যা মামলা দিয়ে আসছে। 

এই মালা খান ভুয়া পিএইচডি ডিগ্রি ব্যবহার করে বিআরআইসিএমের চিফ সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ পান। পরে প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদটিও বাগিয়ে নেন। তিনি আওয়ামী সরকারের সঙ্গে আঁতাত করে অত্যন্ত দাপটের সঙ্গে শত কোটি টাকার প্রকল্প বাগিয়ে নিয়ে কোটি টাকা লুটপাট করেন। হয়ে ছিলেন বঙ্গবন্ধু বিজ্ঞান পরিষদের সভাপতি। 

৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য মালা খান ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মন্ত্রী ইয়াফেস ওসমান বিআরআইসিএম প্রাঙ্গণে কয়েক দফায় বৈঠক করেন। তখন বিআরআইসিএমএর বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও রিসার্চ ফেলোরা ছাত্র-জনতার আন্দোলনকে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর ছিলেন। এমন অবস্থায় তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ