ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ-হত্যা, বৈষম্যবিরোধীদের ক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০১-২০২৫ ০৬:৫৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০১-২০২৫ ০৬:৫৮:১৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ‘ধর্ষণের পর হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ধর্ষণের পর হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ঘটনায় এখনো কেন ভারতের হাইকমিশনারকে ডেকে জবাব চাওয়া হয়নি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন তাদের।
প্রতিবাদ সমাবেশে ছাত্রনেতারা বলেন, ভারতের চোখে চোখ রেখে এদেশের মানুষ এখন কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার। নাজমা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ভূমিকা নেওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এর আগে, শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রামমূর্তি নগরের কালকেরে লেকের কাছে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে, নিহত ওই নারী বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। নাজমা তার স্বামীকে ফোন করে বলেছিলেন, তিনি আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স