ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০৪:০২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০৪:০২:৪৬ অপরাহ্ন
​পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু ​ফাইল ফটো
যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এখন পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানায়, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) কাজ না করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো রুটে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্টেশনে যাত্রীর চাপ বেশি পড়ে। এছাড়াও শনিবার ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকার কারণে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ