'যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০১-২০২৫ ০৩:১৭:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০১-২০২৫ ০৩:১৭:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যারা নির্বাচনকে ভয় পায় তারাও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
শনিবার (২৫জানুয়ারি) বেলা সাড়ে ১১টার রাজধানীর পল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যা লির আগে এ মন্তব্য করেন তিনি।
আব্দুস সালাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, যেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে সেজন্য। সব সংস্কার করার সময় এই সরকারের নেই। দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার। যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ।’
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন। বিএনপি জাতীয় সরকার গঠন করবে।’ বিএনপিকে মাইনাস করার চেষ্টা করে লাভ নেই জানিয়ে তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স