ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকুরেদের সম্পদবিবরণী দিতে হবে

আপলোড সময় : ২২-০৯-২০২৪ ০৪:৫৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৪ ০৯:০৩:০৭ অপরাহ্ন
৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকুরেদের সম্পদবিবরণী দিতে হবে ​সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সংবাদচিত্র: সংগৃহীত
বাংলা স্কুপ, ২২ সেপ্টেম্বর ২০২৪: 
আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদের বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছরের ৩১ ডিসেম্বর তা জমা দিতে হবে। সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারেন।
রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 
তিনি জানান, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এরমধ্যে চলতি বছরেরটি ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
মো. মোখলেস উর রহমান বলেন, সম্পদবিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফরম তৈরি করা হয়েছে। সে অনুযায়ী জমা দিতে হবে। না দিলে বা ভুল তথ্য দিলে মাত্রা অনুযায়ী গুরুদণ্ড বা লঘুদণ্ড দেওয়া হবে।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ