ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৮

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৬:৫৮:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৬:৫৮:১৯ অপরাহ্ন
​ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৮ ​ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে মহারাষ্ট্র পুলিশ। খবর আনন্দবাজার অনলাইনের।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে আনন্দবাজার জানায়, শুক্রবার সকালে নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটে। এ সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছে। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়ে তারা। বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। তার নীচে চাপা পড়ে যান অন্তত ১৪ জন কর্মী। শুরুতে দু’জনকে উদ্ধার করা হয়। এক জনের মৃতদেহ মেলে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে তাঁদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা বোঝা যাচ্ছিল না। দীর্ঘ ক্ষণের চেষ্টায় পরে আরও সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে অন্তত ১৪ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত মোট আট জনের দেহ মিলেছে। বাকিদের উদ্ধার করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ